ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগ্রেসদের আয়ারল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
টাইগ্রেসদের আয়ারল্যান্ড সফরের সূচি চূড়ান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু’টি টি-২০ ও দু’টি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২ সেপ্টেম্বর নদার্ন আয়ার‌ল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা।

আইরিশ মেয়েদের বিপক্ষে জাহানারা-সালমাদের দেখা হবে টি-টোয়েন্টি দিয়ে।
 
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ৫ ও ৬ সেপ্টেম্বর। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে আয়ারল্যান্ড ট্যুর।

 
আয়ারল্যান্ড সফরকে সামনে বিসিবির অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানের অধীনে মিরপুরে নিয়মিত অনুশীলন করছে নারী ক্রিকেট দল। ২২ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হলেও ১৮ জনে নেমে এসেছে সদস্য সংখ্যা।  

বিসিবি সূত্রে জানা গেছে দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। নারী দলের প্রধান নির্বাচক হিসেবে প্রথমবারের মতো কাজ করছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
 
প্রাথমিক স্কোয়াড: সানজিদা ইসলাম ময়না, আয়েশা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস ও সুলতানা খাতুন।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।