ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান ক্রিকেট কাউন্সিলে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এশিয়ান ক্রিকেট কাউন্সিলে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ

ঢাকা: এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন নয়। এসিসি’র প্রধান নির্বাহী হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন সৈয়দ আশরাফুল হক।

এবার এসিসির সভাপতির পদেও ‍আসীন হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত কেউ।

দুই বছর মেয়াদে বিসিবির প্রতিনিধি দায়িত্ব নেবেন ২০১৮ সালের জুলাইয়ে। আগামী দুই বছর সংস্থাটির সভাপতির দায়িত্ব পালন করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের  চেয়ারম্যান শাহরিয়ার খান। গতকাল কলম্বোতে এসিসির সভাতেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান ২০১৬-১৭, ২০১৭-১৮ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপরের মেয়াদেই বিসিবি থেকে নির্বাচিত কেউ এসিসির সভাপতি হবেন। সেটা বিসিবি সভাপতি নির্ধারিত কেউ হবেন।  

এ প্রসঙ্গে নিজাম উদ্দীন চৌধুরী জানান, ‘বাই রোটেশন ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এসিসির দায়িত্ব পেয়েছেন। দুই বছর তিনি এসিসির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এসিসির দায়িত্ব গ্রহণ করবেন। ’

এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেটের প্রসার ও উন্নয়নের জন্য ১৯৮৩ সালে গঠিত হয় এসিসি। শুরুতে অবশ্য এর নাম ছিল ‘এশিয়ান ক্রিকেট কনফারেন্স’। বাংলাদেশসহ এর সদস্য ২৫টি দেশ। ক্রিকেটে  এশিয়ার দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি করাই সংস্থাটির লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।