ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে মোস্তাফিজ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
‘পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে মোস্তাফিজ’ ছবি: দিপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লন্ডনে কাঁধের অস্ত্রোপচার শেষে সোমবার (২২ আগস্ট) দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। দেশে ফেরার পরই ভক্তদের মনে জাগছে দুটি প্রশ্ন-পুনর্বাসন প্রক্রিয়া শুরু কবে, মাঠে ফিরতে লাগবে কত দিন? বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপারটা খোলাসা করলেন।


 
মুঠোফোনে তিনি বাংলানিউজকে বলেন, ‘অস্ত্রোপচারের পর থেকেই মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুস্থতা এবং তারপর পুরোপুরি ফিট করে তোলার একটা প্ল্যান এটা। পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যেই আছে মোস্তাফিজ। অপারেশনের পর প্রথম চার সপ্তাহ আমাদের সঙ্গে তেমন কাজ হবে না। মোস্তাফিজকে নিজে নিজে কিছু কাজ করতে হবে। এরপর  আমাদের কাজ শুরু হবে। ’
 
বিসিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক সুস্থতার পর মোস্তাফিজের পুনর্বাসন সংক্রান্ত কাজগুলোর দেখভাল করবেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তার কাছে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের দেয়া পুনর্বাসন সংক্রান্ত পরিকল্পনা দেয়া হবে বায়েজিদুল ইসলামকে। এর পর তিনি মোস্তাফিজকে পর্যবেক্ষণ করে তৈরি করবেন রুটিন।
 
১১ আগস্ট রাতে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালের প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মোস্তাফিজের বাঁ কাঁধের অস্ত্রোপচার করেন। এ সময় বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী ছিলেন মোস্তাফিজের সঙ্গে। দুই দিন পর হাসপাতাল ছাড়েন মোস্তাফিজ।

গত বুধবার (১৭ আগস্ট) জানা যায়, অস্ত্রোপচার-পরবর্তী কোনো জটিলতা নেই মোস্তাফিজের কাঁধে। পরীক্ষা-নিরীক্ষা করে ওয়ালেস মোস্তাফিজের অবস্থার উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করলে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ২০ বছর বয়সী এ বোলিং বিস্ময়।

ফিট হয়ে মাঠে নামতে মোস্তাফিজের পাঁচ থেকে ছয় মাস লেগে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড সফর মিস করবেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।