ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের হারিয়ে সমতায় ফিরলো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
অজিদের হারিয়ে সমতায় ফিরলো লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: পেসার জেমস ফকনারের অসাধারণ হ্যাটট্রিকের পরও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে হারতে হলো সফরকারী অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৮২ রানে জিতে স্বাগতিক লঙ্কানরা সিরিজে ১-১ এ সমতায় ফিরলো।

 

কলম্বোয় আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে অলআউট হয়ে লঙ্কানরা ২৮৮ রান সংগ্রহ করে। জবাবে, ৪৭.২ ওভার ব্যাট করে ২০৬ রানেই গুটিয়ে যায় অজিরা। সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল সফরকারী অস্ট্রেলিয়া।

লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া, দিলশান ১০, চান্দিমাল ৪৮, দলপতি ম্যাথিউজ ৫৭, ডি সিলভা ৭ আর কুশল পেরেরা ৫৪ রান করেন।

ক্রিকেটের ওয়ানডে ইতিহাসে ৪০তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার জেমস ফকনার। কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও থিসারা পেরেরাকে আউট করে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন বাঁহাতি ফাস্ট বোলার। এদিন আগে ব্যাট করা লঙ্কানদের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে কুশল পেরেরাকে এলবিডব্লিউ করে তুলে নেন ফকনার। পরে ৪৮ ওভারের প্রথম দুই বলে অধিনায়ক ম্যাথিউজকে হেনরিকেসের ক্যাচে পরিণত করে থিসারা পেরেরাকেও আউট করে হ্যাটট্রিক তুলে নেন।

এছাড়া, অজিদের হয়ে আরও তিনটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক এবং অ্যাডাম জামপা।

২৮৯ রানের টার্গেটে খেলতে নেমে অজিদের দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ৪ আর ডেভিড ওয়ার্নার ১ রান করে দ্রুতই বিদায় নেন। তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথ ৩০ আর চার নম্বরে নামা জর্জ বেইলি ২৭ রান করে বিদায় নেন।

ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭৬ রান। এছাড়া, ট্রেভিস হেড ৩২ আর ফকনার ১৩ রান করেন। ২০৬ রানে থেমে যায় অজিদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন অপোনসো। তিনটি উইকেট পান থিসারা পেরেরা আর দুটি উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ম্যাথিউজ।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।