ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের ব্যাটে জিতলো বিসিবি লাল দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
রিয়াদের ব্যাটে জিতলো বিসিবি লাল দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৬২ রানে তিন ম্যাচ সিরিজের প্রথম অনুশীলন ম্যাচে বিসিবি সবুজ দলকে ৩ উইকেটে হারিয়েছে বিসিবি লাল দল। নাসির হোসেনের সবুজ দলের দেয়া ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৪.৪ ওভারে ৭ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে মাশরাফিদের লাল দল।


 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লাল দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে সবুজ দল। মুশফিকুর রহিমের অপরাজিত ৯০ ও নাসির হোসেনের ৪৭ রানে সবক’টি উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৪।

লাল দলের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪টি, মাশরাফি বিন মর্তুজা ২টি উইকেট লাভ করেন। একটি করে নেন শুভাশীষ রায়, আবু হায়দার রনি, মেহেদি হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৬২ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৫ রানে ৭ উইকেটের বিনিময়ে ৪৪.৪ ওভারে জয় নিশ্চিত করে বিসিবি লাল দল। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ২৬ ও নুরুল হাসান সোহান খেলেন ২১ রানের ইনিংস।
 
শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম ৩টি করে আর বাকি উইকেটটি নেন আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।