ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শিগগিরই টাইগারদের বোলিং কোচের নাম ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
শিগগিরই টাইগারদের বোলিং কোচের নাম ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কে হচ্ছেন-এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। হিথ স্ট্রিক চলে যাওয়ার পর পেস বোলিং কোচ হিসেবে একেক সময় আলোচনায় এসেছে একেক নাম।

অপেক্ষার অবসান ঘটিয়ে মাশরাফিদের নতুন পেস বোলিং কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। আগামীকালই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন কোচের।

শুরুতে আকিব জাভেদ, চামিন্দা ভাস, চাম্পাকা রামানায়েক, ভেঙ্কাটেশ প্রসাদ- এ নামগুলো শোনা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে অন্য তিনটি নতুন নাম-কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড। এই তিনজনের মধ্যেই হয়তো কারও সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন করে ফেলেছে বিসিবি। বিসিবি সভাপতি তেমনই ইঙ্গিত করলেন।

শুক্রবার (২৬ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে তার নিজ বাসায় আনু্ষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচের প্রসঙ্গে বলেন, ‘আলোচনায় তিনটি নাম ছিল। এদের থেকেই একজন হতে যাচ্ছে বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ। আগামীকাল কিংবা পরশু আমিই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। ’

বিসিবি সভাপতি জানান, ‘জাতীয় দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজমেন্টের চাহিদা জেনেই কোচ নির্বাচন করেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।