ঢাকা: ক্যারিয়ারে রানের গড় ১০০ করতে হলে বিদায়ি ইনিংসে চার রান করতে হতো। তবে দ্বিতীয় বল মোকাবেলা করে শূন্য রানে প্যাভিলিওনে ফিরলেন।
১৯০৮ সালের এই দিনে নিউ সাউথ ওয়েলসের কোটামুড্রায় জন্মেছিলেন ব্র্যাডম্যান। ক্রিকেটের গ্রেটেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত অজি এ তারকার ডাকনাম ‘ডন’। আসলেই তিনি ডন। না হলে মাত্র ৫২ টেস্ট খেলেই নিজেকে নিয়ে গেছেন বিশাল উচ্চতায়।
১৯২৮ সালের ৩০ নভেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ব্র্যাডম্যানের। আর ১৯৪৮ সালে দ্য ওভালে খেলেছেন শেষ ম্যাচ। তার ক্যারিয়ারে ছিল ২৯টি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরি। মোট রান ৬ হাজার ৯৯৬ রান। যেখানে সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৪। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটেও কম যাননি ডন। ২৩৪টি ম্যাচে ৯৫.১৪ গড়ে ১১৭টি সেঞ্চুরি ও ৬৯টি হাফসেঞ্চুরি সহ করেছেন ২৮ হাজার ৬৭ রান। সর্বোচ্চ ইনিংস ৪৫২ অপরাজিত।
টেস্ট ক্রিকেটের রাজা ২০০১ সালে ২৫ ফেব্রুয়ারি মৃত্যবরণ করেন। ৯২ বছর ১৮২ দিন বয়সে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কেনিসিনটংন পার্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১০২০ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৬
এমএমএস