ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিয়নে বোলারদের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সেঞ্চুরিয়নে বোলারদের দিন ছবি: সংগৃহীত

ঢাকা: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে ব্যর্থ দুই দলের ব্যাটসম্যানরা। তবে, বোলিংয়ে সফল ছিলেন দুই দলের বোলাররা।

তারপরও তৃতীয় দিন শেষে প্রোটিয়ারা ৩৭২ রান এগিয়ে।

আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দ. আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২১৪ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

প্রথম দুই দিন যেখানে উইকেটের পতন হয় ১১টি। সেখানে তৃতীয় দিন উইকেটের পতন হয়েছে ১৩টি।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে অপরাজিত ১১২ রান করেন দলপতি ফাফ ডু প্লেসিস। এছাড়া, স্টিফেন কুক ৫৬, ডি কক ৮২, আমলা ৫৮, ডুমিনি ৮৮ আর ভ্যান জিল ৩৫ রান করেন। কিউইদের হয়ে ৫টি উইকেট তুলে নেন নেইল ওয়াগনার।

ব্যাটিংয়ে নেমে সফরকারী দলপতি কেন উইলিয়ামসন ৭৭, নিকোলস ৩৬, ওয়াগনার ৩১ আর ব্রাসওয়েল ১৮ রান করলেও অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিউজিল্যান্ডকে ২১৪ রানে থামাতে তিনটি করে উইকেট দখল করেন ডেল স্টেইন এবং কেগিসো রাবাদা।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ রান করে ফেরেন স্টিফেন কক। আরেক ওপেনার ডি কক ৫০ রানে বিদায় নেন। আমলার ব্যাট থেকে ১ রান আসলেও রানের খাতা খুলতে পারেননি ডুমিনি। ৬ রানে সাজঘরের পথ ধরেন ডু প্লেসিস। ভ্যান জিলের ব্যাট থেকে আসে ৫ রান। উইকেটে ২৫ রানে অপরাজিত আছেন তেমবা বেভুমা আর ৩ রান নিয়ে আছেন ফিল্যান্ডার।

কিউইদের হয়ে দুটি করে উইকেট পান টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।