ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সফরে এসে প্রস্তুতি ম্যাচও পাবে আফগানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সফরে এসে প্রস্তুতি ম্যাচও পাবে আফগানরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। আর এই সিরিজ দিয়েই দেশের মাটিতে দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে নামবে টাইগাররা।

অনুশীলনের ফাঁকে ক্রিকেটাররা আরও ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলবে হাথুরুসিংয়ের শিষ্যরা।

এদিকে, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে আফগানিস্তান। আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে সফরকারীরা। আর ২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে।

আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংলিশরা।   ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ অক্টোবর।

২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রিজার্ভ ডে রাখায় ম্যাচের মাঝে দু দিন করে বিরতি থাকছে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।