ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সালমাকে মিস করবেন জাহানারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সালমাকে মিস করবেন জাহানারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে আয়ারল্যান্ড সফরে যেতে পারছেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সালমা খাতুন। ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নেবেন টি-টোয়েন্টি অধিনায়ক জাহানারা আলম।

দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার সালমা খাতুনকে আয়ারল্যান্ড সফরে ভীষন মিস করবেন জাহানারা।

নারী ক্রিকেট শুরুর পর থেকেই সবগুলো ম্যাচ খেলেছেন সালমা খাতুন। শুরু থেকেই দিয়ে গেছেন নেতৃত্ব। এবারের সফরে তাকে না পাওয়ায় আক্ষেপ জাহানারার কণ্ঠে, ‘সালমা আপু খুব ভালো একজন অলরাউন্ডার। তাকে এ সিরিজে আমরা খুব মিস করবো। আশা করবো এর পরের সিরিজেই তাকে আমরা দলে পাব। ’

সালমা খাতুনের জায়গায় দলে ঢুকেছেন বিকেএসপির ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস ‍সুমনা। এছাড়া পেস বোলার হিসেবে দলে এসেছেন সুরাইয়া আজমিন ছন্দা। এ দুই নতুন ক্রিকেটারের উপর ভরসা রাখছেন আয়ারল্যান্ড সফরে নারী দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জাহানারা আলম, ‘দলে যে নতুন দু’জন এসেছে, তারা ভালো করছে। আয়ারল্যান্ড সফরে ভালো করবে বলেও আশা করি। দলের ৭-৮ জন ক্রিকেটার অনেক অভিজ্ঞ। তার সঙ্গে নতুনরা আসতে শুরু করেছে। এটি নারী ক্রিকেটের জন্য ভালো দিক। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।