ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেকদের মাঠের লড়াই শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
সাবেকদের মাঠের লড়াই শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালে মাঠের লড়াই শুরু হলো। বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচে রেনেসা রাজশাহীর বিপক্ষে লড়াই করে কনফিডেন্স ঢাকা মেট্রো।

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটি অনুষ্ঠিত হয় ৮ ওভারে।

এর আগে দুপুর দুইটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন। বৃষ্টির কারণে প্যালিভিয়নের গ্যালারিতে হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। এ সময় ছয় দলের সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ক্রিকেট কার্নিভালের অন্যতম আয়োজক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি এখানে উপস্থিত সকলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। সকলের ব্যস্ততম সময়ের মধ্যেও এখানে সময় দেওয়ার জন্য শুধু খেলোয়াড়রাই নয়, গ্রাউন্ডসম্যান, আম্পায়ার, অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। বৃষ্টিতে যদি খেলা নাও হয় আমাদের উদ্দেশ্য কিছু হলেও সফল। কারণ এখানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।