ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘টিকিট না পাইলে দেইখালমু’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
‘টিকিট না পাইলে দেইখালমু’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ‘সকাল থেইক্কা টিকিটের লাইগা লাইনে খারাইয়া আছি। এই রোইদের মধ্যে আরও কতক্ষণ থাকতে হইবো জানি না।

শেষ পর্যন্ত টিকিটি না পাইলে যারা টিকিট ব্যাচে হ্যাগোরে দেইখালমু। ’ কথাগুলোর মধ্যে মাস্তান মাস্তান একটি ভাব থাকলেও এগুলো কোন পেশাদার মাস্তানের কথা নয়। কথাগুলো মিরপুর আলিউদ্দিন স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্র রনির।
 
বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার সিরিজের গুরুত্বপূর্ণ শেষ ওয়ানডে ম্যাচ মাঠে বসে দেখতে শনিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন রনি ও তার বন্ধুরা। কিন্তু বেলা সাড়ে ১২টা বেজে গেলেও টিকিটের দেখা নেই। রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকাতে বিরক্ত লাগছে, কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হয়ে যাবে, মাঠে ঢুকতে লাইনে দাঁড়াতে হবে। তাই ভীষণ বিরক্তি নিয়ে সজোরে কথাগুলো বলছিলেন এই ক্ষুদে টাইগার ভক্ত।

রনির কাছে বাংলাদেশের আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই মাঠে বসে খেলা দেখতে লাইনে দাঁড়িয়েছেন। থাকেন মিরপুরেই। বাবা গার্মেন্টসকর্মী। খেলা দেখতে বাবার কাছে টাকা চাওয়া মাত্রই দিয়েছেন। আর সেই টাকা নিয়ে এসেছেন বাংলাদেশের শততম ওয়ানডে জয়ের সাক্ষী হতে।


 
যদি বাংলাদেশ হেরে যায়? না, রনি ও তার বন্ধুরা বাংলাদেশে হেরে যাবে সেই চিন্তা ভুলেও মাথায় আনতে চাইছেন না। ‘বাংলাদেশ তো দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল’ প্রতিবেদকের এমন প্রশ্ন শুনতেই তাকে এক রকম সান্তনা বাক্য শুনিয়ে বললেন, ‘দ্বিতীয় ম্যাচ হাইরা গেছি এইডা কোন ব্যাপারই না। এইবারকার ম্যাচ ঠিকই জিতবো। ’
 
তবে তাই হোক। মান বাঁচানোর সিরিজের এই ম্যাচটি জিতে টাইগাররা কপালে পড়ুক শততম জয়ের গৌরবময় তিলক। আরও উদ্ভাসিত হোক লাল-সবুজের ক্রিকেট। আরেকবার আফগানদের হারিয়ে হেসে উঠুক ঘরের মাঠে টানা ষষ্ঠ সিরিজ জয়ের অনাবিল আনন্দে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ১ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।