ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পর ভারত সফর শেষ মার্ক উডের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
বাংলাদেশের পর ভারত সফর শেষ মার্ক উডের ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে ও টেস্ট সিরিজে দলের বাইরে মার্ক উড। এবার ভারত সফরেও তাকে পাচ্ছে না ইংল্যান্ড।

আগামী মাসের শুরুতেই ভারতে উড়াল দেবে ইংলিশরা।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট সিজনে বোলিং করার সময় নতুন করে গোড়ালির ইনজুরিতে ভোগেন উড। এর মানে দাঁড়ায়, এক বছরের মধ্যে তৃতীয় অ্যাঙ্কেল অপারেশনের মুখোমুখি হবেন ২৬ বছর বয়সী ডানহাতি পেসার।  

ভারত সফরের আগেই উডের ইনজুরি কাটিয়ে ওঠার আশাটা এখন দুঃস্বপ্নে পরিণত! গত মাসে ডারহামের হয়ে সারের বিপক্ষে কাউন্টি ম্যাচে বোলিংয়ের সময় তার বাম অ্যাঙ্কেলের একটি হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ভারত করবে ইংল্যান্ড টিম। ইতোমধ্যেই মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচটি শেষের ভুলে হাতছাড়া করে টাইগাররা।

রাজকোটে আগামী ৯ নভেম্বর ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।