ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে জিম্বাবুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সাদা পোশাকে জিম্বাবুয়ের দল ঘোষণা ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে এখনও ফিট না হওয়ায় দলে সুযোগ পাননি দুই পেসার তেন্দাই চাতারা ও তিনাশে পানিয়াঙ্গারা।

এছাড়া গত নিউজিল্যান্ড সিরিজে দলে থাকা চামু চিবাবা, প্রিন্স মাসভারুই, রিচমন্ড মুতুমবামি, এনজাবুলু এনকুবে ও জন এনইউমবু এই সিরিজে বাদ পড়েছেন। আর দলে যোগ হয়েছেন ক্রিস এমপোফু, ম্যাকলম ওয়ালার, কার্ল মামবা ও তারিসাই মুসাকান্দা।

আগামী ২৯ অক্টোবর হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। আর ৬ নভেম্বর একই মাঠে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

টেস্ট দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক.), টিনো মাওয়ো, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, পিটার মুর, ডোনাল্ড ট্রিপানো, ক্রিস এমপোফু, তাওরি মুজারবানি, মাইকেল চিনোওয়ো, ব্রায়ান চারি, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, কার্ল মামবা , তারিসাই মুসাকান্দা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।