ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনে ওয়ার্নারকে মোস্তাফিজের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জন্মদিনে ওয়ার্নারকে মোস্তাফিজের শুভেচ্ছা

ঢাকা: আইপিএলে সানরাইজার্স হায়াদ্রাবাদে খেলার সুবাদে ডেভিড ওয়ার্নারের সঙ্গে দারুণ সখ্যতা গড়ে ওঠে মোস্তাফিজুর রহমানের। আর বর্তমান চ্যাম্পিয়ন দলের এ দু’জনের বন্ধুত্ব শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ থাকেনি।

বিভিন্ন কারণে খোঁজ রাখেন একে অপরের। ক’দিন আগে কাটার মাস্টার মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়ার্নার। এবার অস্ট্রেলিয়ান বন্ধুর জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভুললেন না মোস্তাফিজ।

বেশ অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা মোস্তাফিজ নিজের ফেসবুক পেজে অভিনন্দন জানান ওয়ার্নারকে। সেখানে অজি ওপেনারকে ‘চ্যাম্পিয়ন’ বলে অভিবাদন করেন তিনি। পেজে দু’জনের হাতে আইপিএলের শিরোপা সহ একটি ছবিও পোস্ট করেন।

বর্তমানে অস্ট্রেলিয়া দলে ব্যস্ত সময় পার করছেন ওয়ার্নার। অন্যদিকে ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন মোস্তাফিজ। তবে টাইগারদের আগামী নিউজিল্যান্ড সফরে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

এদিকে, নিউসাউথ ওয়েলসের হয়ে শতক হাঁকিয়েছেন ‘বার্থডে বয়’ ডেভিড ওয়ার্নার। শেফিল্ড শিল্ড ম্যাচে কুইন্সল্যান্ডের বিপক্ষে তিনি ১৬০ বলে ১৩৪ রান করেন ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।