ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই আফ্রিদি-আজমল-গুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই আফ্রিদি-আজমল-গুল ছবি: সংগৃহীত

ঢাকা: বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি ও অফস্পিনার সাইদ আজমলকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জানান, এই দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে নতুন করে আর চুক্তি করছে না পিসিবি।

কারণ তারা এখন আর দলটির কোনো ফরম্যাটেই খেলছেন না।

পিসিবি এর আগে খেলোয়াড়দের সঙ্গে ২০১৫’র জুলাই থেকে ২০১৬’ জুন পর্যন্ত চুক্তি করেছিল। যেখানে মাসিক বেতনের পাশাপাশি রাখা ছিল ম্যাচ ফি। এছাড়া দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ, বি ও সি ক্যাটাগরিতে বোনাসের ব্যবস্থা ছিল। এবারের নতুন চুক্তিতে ক্যাটাগরি বাড়লেও জায়গা হয়নি আফ্রিদি-আজমলের। সঙ্গে জায়গা পাননি পেসার উমর গুল।

আগের চুক্তিতে আফ্রিদি ছিলেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। তার মাসিক বেতন ছিল ৫ লাখ পাকিস্তানি রুপি। অন্যদিকে ‘বি’ ক্যাটাগরিতে থাকা আজমল পেতেন ৩ লাখ ৪৫ হাজার রুপি।

এ ব্যাপারে পিসিবি মুখপাত্র বলেন, ‘পিসিবি আগামী নয় মাসের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে যাবে। কিন্তু, যারা খেলছে না, তাদের কিভাবে চুক্তিতে নেওয়া হবে?’

এবারের চুক্তিতে চারটি ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩০ ক্রিকেটারকে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন সাত ক্রিকেটার। ওয়ানডে দলপতি আজহার আলী, টি-টোয়েন্টির দলপতি সরফরাজ আহমেদ আর টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক রয়েছেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আরও রয়েছেন মোহাম্মদ হাফিজ, ইউনিস খান, সোয়েব মালিক আর ইয়াসির শাহ।

‘বি’ ক্যাটাগরিতে আছেন ওয়াহাব রিয়াজ, আসাদ শফিক, রাহাত আলী এবং মোহাম্মদ আমির। আর ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন আরও ১৪ ক্রিকেটার। শেষ ক্যাটাগরি হিসেবে ‘ডি’তে জায়গা পেয়েছেন ৫ ক্রিকেটার।

এবারের কেন্দ্রীয় চুক্তিটি অক্টোবরের ১ তারিখ থেকে কার্যকর হলেও তা শেষ হবে ২০১৭ সালের ৩০ জুন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।