ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আক্ষেপ ঘোঁচানোর ম্যাচে বৃষ্টির শঙ্কা

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আক্ষেপ ঘোঁচানোর ম্যাচে বৃষ্টির শঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: দ্বিতীয় ও শেষ টেস্টের লড়াইটা জমজমাট হবে বলে মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রাম টেস্টে যেভাবে জয়ের কাছে চলে গিয়েছিল বাংলাদেশ দল তাতে ইংলিশ অধিনায়কের এমন মন্তব্য স্বাভাবিকই।

জয়ের দারুণ আশা জাগিয়ে ২২ রানে হেরে যাওয়ায় আক্ষেপ আছে বাংলাদেশ শিবিরে।

সিরিজের দ্বিতীয় টেস্টে তাই সে আক্ষেপ ঘোচাঁতে চাইবে টাইগাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, জয়ের সুযোগ এলে এবার আর হাতছাড়া নয়।

শুক্রবার (২৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

ম্যাচ নিয়ে স্বাগতিক ও সফরকারী দলে দারুণ উত্তাপ জাগলেও তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি! মিরপুরে আজ (বৃহস্পতিবার) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কখনো হালকা কখনও ভারী বর্ষণ হয়েছে। বিকেলেই পুরো মাঠ ত্রিপলে ঢেকে ফেলেন মাঠকর্মীরা। সকালেও বৃষ্টি হয়েছে। মাঝখানের সময়টাতে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। তবে আজকের চেয়ে একটু কম। সোমবার পর্যন্ত আছে বৃষ্টির পূর্বাভাস। ঘূর্নিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাব ঢাকা টেস্টে প্রভাব ফেলবে বলেই মনে হচ্ছে।

দুপুরে মুশফিক যখন সংবাদ সম্মেলনে এলেন মিরপুরে তখন তপ্ত রোদ। তাইতো বৃষ্টির পূর্বাভাস তাকে শঙ্কায় ফেলতে পারেনি, ‘বৃষ্টি হলে পরিকল্পনায় মনে হয় একটু হলেও ভিন্নতা আসবে। সত্যি বলতে, আমি তো সকালে দেখে ভেবেছি টানা এক-দুই দিন বৃষ্টি হবে। এখন তো মাঠে এসে অতিরিক্ত গরম দেখতেছি, আমার তো মনে হয় না খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের যে পরিকল্পনা ছিল, সেদিক থেকে একটু হলেও হয়তো নড়চড় হতে পারে। ’


কাল বৃষ্টি হোক আর না হোক। দুই দলই ব্যস্ত নিজেদের পরিকল্পনা নিয়ে। ইংলিশ অধিনায়ক চান এ ম্যাচে দলের আরও উন্নতি দেখতে। মুশফিকের ভাবনায় প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে লড়াই জমিয়ে তুলতে। জয়ের সুযোগ এলে এবার আর হাতছাড়া করতে চান না ম্যাচ, ‘আমাদের মূল চ্যালেঞ্জ, দল হিসেবে যেন চার-পাঁচটা দিন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি। তারপর যদি জয়ের মতো সুযোগ আসে, আমরা অবশ্যই এবার হাতছাড়া করবো না। আমাদের লক্ষ্য থাকবে, জয়ের মতো সুযোগ সৃষ্টি করা এবং সেটা কাজে লাগানো। ’

জ্বর ও পেটের পীড়া কাটিয়ে ফিট হয়ে উঠেছেন সাব্বির রহমান। ইনডোরের নেটে আজ দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছেন তিনি। সাব্বির সেরে ওঠায় মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা হচ্ছে না একাদশে। প্রথম টেস্টের দলে না থাকলেও দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয় এ ডানহাতি ব্যাটসম্যানকে।

দলীয় সূত্রে জানা গেছে, কাল দুই পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল না এলে কালই শুভাশিষ রায়ের মাথায় উঠতে যাচ্ছে টেস্ট ক্যাপ। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শফিউল ইসলামের জায়গায় অন্তর্ভুক্ত হন শুভাশিষ। একাদশের অপর পেসার কামরুল ইসলাম রাব্বি।

অন্যদিকে, ইংলিশ শিবিরে আসছে দুটি পরিবর্তন। মিরপুরে আগামীকাল ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্যাপ পড়বেন জাফর আনসারি। অফস্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলবেন এ বাঁহাতি স্পিনার। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে দেয়ায় একাদশে ঢুকছেন পেসার স্টিফেন ফিন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।