ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: চট্টগ্রামে যেখানে শেষ হয়েছে, ঢাকায় সেখান থেকেই শুরু করতে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে সফরকারী ইংল্যান্ড আর স্বাগতিক বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জিততে জিততেও হেরেছে টাইগাররা। লড়াই করে অভিজ্ঞ ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের হারটি ছিল রানের দিক দিয়ে সর্বনিম্ন (২২ রানের)।

দ্বিতীয় ও শেষ টেস্টের লড়াইটা জমজমাট হবে বলে মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রাম টেস্টে যেভাবে জয়ের কাছে চলে গিয়েছিল বাংলাদেশ, তাতে ইংলিশ অধিনায়কের এমন মন্তব্য স্বাভাবিকই। জয়ের দারুণ আশা জাগিয়ে ২২ রানে হেরে যাওয়ায় আক্ষেপ আছে বাংলাদেশ শিবিরে। সিরিজের দ্বিতীয় টেস্টে তাই সে আক্ষেপ ঘোঁচাতে চাইবে টাইগাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম আত্মবিশ্বাস নিয়েই জানিয়েছিলেন, জয়ের সুযোগ এলে এবার আর হাতছাড়া নয়।

ঢাকা টেস্টে জয়ের জন্যই খেলতে চাইছেন মুশফিক, চাইছেন চট্টগ্রাম টেস্টের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে। আর দলের দিকে তাকিয়ে ভরসাও পাচ্ছেন টাইগার দলপতি। মুশফিক জানেন অতীতের তুলনায় দলে এখন অনেক ম্যাচ জেতানো পারফরমার, তেমনি টাইগার ভক্তরাও জানেন ছেড়ে কথা বলার দিন শেষ বাংলাদেশের।
গত ম্যাচের একাদশ থেকে নেই শুধু পেসার শফিউল ইসলাম। তার জায়গায় এই ম্যাচে এসেছেন শুভাগত হোম। এদিকে, ইংলিশ দলে দুই পরিবর্তন এসেছে। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়ে ফিরিয়ে আনা হয়েছে স্টিভেন ফিনকে। আর স্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় এসেছেন আরেক স্পিনার জাফর আনসারি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।