ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

২২০ রান নিয়েই লড়াই চান তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
২২০ রান নিয়েই লড়াই চান তামিম তামিম ইকবাল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ইকবাল ও মুমিনুল হক যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিলো আজই বুঝি তিন’শ পেরিয়ে যাবে বাংলাদেশ। উইকেট হাতে রেখে আগামীকালও করবে ব্যাটিং।

কিন্তু বাস্তবতা হলো মিডলঅর্ডারের ব্যর্থতা বাংলাদেশকে ২২০ রানে গুটিয়ে দিয়েছে।

বৃষ্টিতে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে সফরকারী ইংল্যান্ড ১২.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান। প্রথম দিনেই দু’দলের পড়েছে ১৩ উইকেট।

চট্টগ্রামের মতোই স্পিন নির্ভর উইকেটে প্রথম ইনিংসে কোন দল লিড পাবে তা পরের বিষয়। বাংলাদেশকে তো লড়াইটা করতে হবে স্বল্প পুঁজি নিয়েই। ৪৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে আজ লজ্জায়ই উপহার দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবার তা পোষাতে হবে বোলিং দিয়ে।

তামিম ইকবালের সেঞ্চুরির (১০৪) ও মুমিনুল হকের ৬৬ রানের ইনিংসের পর ২২০ রান কোনোভাবেই বাংলাদেশের সাথে মানানসই নয়। তারপরও উইকেট বিবেচনায় লড়াই তো করাই যায়। নতুন বলে যেভাবে সাকিব-মেহেদির ঘূর্নিতে ইংলিশদের উইকেট পড়ছে তাতে আশাহত হওয়ার তো কারণ নেই। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল ভাবছেন এভাবেই।

দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটাই আশা করতে পারি আমরা যেভোবে বোলিং শুরু করেছি। হয়তোবা রান একটু বেশি দিয়েছি কাল যদি একটু রান কম দিয়ে শুরুতেই এক-দুইটা উইকেট নিয়ে নিতে পারি। ওদের যত তাড়াতাড়ি অলআউট করা সম্ভব এটাই আরকি। ২২০ বলে যে আমরা আফসোস করে থাকবো এমন কিছু না। যা হয়েছে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভুল করেছি দেখে এ অবস্থায় আছি। ২২০ রান নিয়েই আমাদের লড়াই করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।