ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিস্ময়ের নাম মিরাজ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বিস্ময়ের নাম মিরাজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংলিশ ব্যাটসম্যানদের কাছে সবচেয়ে পরিচিত নাম হয়তো এখন মেহেদি হাসান মিরাজ। কেননা এই অফস্পিনারের কাছেই বার বার ধরাশায়ী হচ্ছে তারা।

ঢাকা টেস্টে মিরাজ যেভাবে বল করে চলেছেন তা যেন চট্টগ্রাম টেস্টেরই পুনরাবৃত্তি।  

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ইংলিশরা হারিয়েছে আট উইকেট। যার পাঁচটিই মিরাজের দখলে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই পাঁচটি করে উইকেট নিলেন মিরাজ।  
 
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে ক্রিকেটের আন্তর্জাতিক আঙ্গিনায় প্রবেশ করেন খুলনার ছেলে মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে নেন আরও একটি উইকেট। সাত উইকেট তুলে অভিষেক টেস্টকে স্মরণীয় করেন ১৯ বছরের এ তরুণ।  

বাংলাদেশ দলে অভিষেকেই আলো কেড়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়। কিন্তু অভিষেকের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছেন স্বল্প সংখ্যাকই। তাদের মধ্যে নিশ্চয়ই থাকবে মিরাজের নাম।
  
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২০ রানের জবাবে মিরপুরে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ আট উইকেটে ১৬৩ রান। গতকাল (২৮ অক্টোবর) তারা তুলেছিল তিন উইকেটে ৫০। যার দুই উইকেট যায় মিরাজ দখলে। আজ নিয়েছেন আরও তিনটি। নতুন বলে নিয়ন্ত্রন রেখে এমন বোলিং সত্যিই বিস্ময়কর।

তিন ইনিংসে মিরাজের উইকেট এখন ১২টি। যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসান। মিরাজ কী পারবেন ক্যারিয়ারের শুরুতেই এ দুই বাঁহাতি স্পিনারের রেকর্ড ছাড়িয়ে যেতে?

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।