ঢাকা: ২২০ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দারুণ লড়েছে বাংলাদেশের বোলাররা। ইংলিশদের অলআউট করেছে ২৪৪ রানে।
২৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে তিন উইকেট হারিয়ে ১৫২ রান। ১২৮ রানের লিড, হাতে সাত উইকেট। মজবুত অবস্থানেই বাংলাদেশ। অবস্থানটা কতটুকু সুদৃঢ় করতে পারে বাংলাদেশ সেটি দেখা যাবে আগামীকাল।
ইংল্যান্ডকে যতই লক্ষ্যমাত্রা দিক বাংলাদেশ, লড়াইয়ের জন্য তত প্রস্তুত থাকবেন বোলাররা। দিন শেষে সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজ জানান, ‘যে স্কোরই হোক আমরা লড়াই করবো। আমরা আমাদের শক্তির দিকটা জানি। সাকিব ভাই, তাইজুল ভাই দারুণ বোলিং করেছেন। আমরা চেষ্টা করবো যতটা বেশি রান করা যায়। আমরা যদি ভালো ব্যাটিং করি, তাহলে স্পিনারদের জন্য পরের কাজটা সহজ হয়ে যাবে। ’
মিরাজের আশা দায়িত্ব নিয়েই খেলবে ব্যাটসম্যানরা। মিডলঅর্ডারে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান থাকায় মিরাজ তাকিয়ে লড়াইয়ের পুঁজির দিকেই, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে। ভালো একটা জুটি হয়েছিল। সামনে যে ব্যাটসম্যানরা আছে, আশা করি তারা দায়িত্ব নিয়ে খেলবেন। সবাই মিলে চেষ্টা করবো স্কোরটা যেন আরও বড় হয়। ’
** কাজটা এবার ব্যাটসম্যানদের
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি