ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নবম উইকেট জুটিকেই এগিয়ে রাখলেন ওকস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
নবম উইকেট জুটিকেই এগিয়ে রাখলেন ওকস ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, সেখানে ক্রিস ওকস ও আদিল রশিদ না থাকলে কী হতো?

দলীয় ১৪৪ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ড এই জুটিতে যদি দলকে ৯৯ রানের সংগ্রহ এনে দিতে না পারতেন তাহলে হয়তো দ্বিতীয় দিনেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যেত সফরকারীরা। মানে, মরার আগেই মরে যাওয়ার মতো অবস্থা যাকে বলে।

কেননা এখনও এই ম্যাচের বাকি আছে আরও তিন দিন।
 
তাই একথা চোখ বন্ধ করেই বলা যায় যে ইংল্যান্ড যদি এই টেস্টে জেতে অথবা ড্র করে তাহলে সেই কৃতিত্বের ভাগীদার অবশ্যই এই জুটি। আর এই বিষয়টির সঙ্গে একমত পোষণ করলেন ওকস নিজেই।

শনিবার (২৯ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে আদিল রশিদের সঙ্গে নিজের ৯৯ রানের জুটি প্রসঙ্গে গণমাধ্যমের সামনে ওকস জানান, ‘প্রথম ইনিংসে আমাদের এই জুটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমি বলবো বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে এর কোনো বিকল্পই ছিল না। কেননা এত কম রানে ৮ উইকেট হারিয়ে তখন আমরা বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। তাই আমরা ঠিক করলাম বড় ইনিংস খেলবো। আর সেটা করতে পারলে লিড না হোক অন্তত বাংলাদেশের দেয়া লক্ষ্যের কাছে আমরা যেতে পারবো। ’

হয়েছেও তাই। ওকস-রশিদের ৯৯ রানের জুটিতেই প্রথম ইনিংসে ২৪৪ রানের সংগ্রহে ২৪ রানে এগিয়ে ছিল সফরকারীরা। যেখানে ওকস ৪৬ ও আদিল রশিদ করেছেন ৪৪ রান।  

যদিও দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাটিং নেমে দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহে ১২৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।