মিরপুর থেকে: তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মেহেদি হাসান মিরাজ। এর আগে বাংলাদেশের হয়ে এনামুল হক (জুনিয়র) ও সাকিব আল হাসান এ কৃতিত্ব দেখিয়েছেন।
মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন মিরাজ। আজ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে ইংলিশ শিবিরে ধ্বস নামান।
১৯ বছরের এ তরুণের অসাধারণ অফস্পিনে ঢাকা টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন এনামুল ও সাকিব। চলতি সিরিজে মিরাজের উইকেট ১৭টি। আরও একটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন ১৯ বছরের এ তরুণ।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস