ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-এনামুলের রেকর্ডে ভাগ বসালেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সাকিব-এনামুলের রেকর্ডে ভাগ বসালেন মিরাজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: জনি বেয়ারস্টোকে (৩) সাজঘরে পাঠিয়ে এনামুল হক (জুনিয়র) ও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসালেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮টি উইকেট এখন এ তিন বোলারের।

২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৮টি উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক। তার ৯ বছর পর একই দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৮টি উইকেট নিয়ে এনামুলের রেকর্ড স্পর্শ করেন সাকিব। এ দুই বোলারের কীর্তিতে এবার ভাগ বসালেন মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মিরাজ। পরের ইনিংসে নেন আরও ১টি। অভিষেক টেস্টেই তুলে নেন সাত উইকেট। ঢাকায় ফিরে দ্বিতীয় টেস্টে ছাড়িয়ে গেলেন আগের ম্যাচের অর্জনকেও।

এ পযন্ত উইকেট নিয়েছেন ১১টি। প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ‍তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।