ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে সবার শীর্ষে সিরিজ সেরা মিরাজ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
রেকর্ড গড়ে সবার শীর্ষে সিরিজ সেরা মিরাজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: স্টিভেন ফিনকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেই বোলিং প্রান্তের স্টাম্প হাতে তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। ইংলিশ শিবিরে শেষ পেরেকটা ঢুকিয়ে ঐতিহাসিক জয় উদযাপন করলেন সতীর্থদের সঙ্গে।

ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও উঠলো ১৯ বছরের এ তরুণের হাতে।
 
প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে সবচেয়ে বড় অবদান মিরাজের। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ঠিক তারই পুনরাবৃত্তি। ১২ উইকেট নিয়ে মিরাজ টপকে গেলেন সবাইকে। কে বলবে, এক ম্যাচ আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পর্দাপণ তার! 
 
বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ (১২ উইকেট) উইকেট পাওয়ার বোলার ছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল গড়েছিলেন এ কীর্তি। যা ভাঙলো ১১ বছর পর মিরাজের হাত ধরে। দুই ইনিংসে ১২ উইকেট নিতে ২০০ রান দিয়েছিলেন এনামুল। আর মিরাজ দিয়েছেন ১৫৯ রান। মিরাজের বোলিং ফিগারটাই থাকছে শীর্ষে।
 
এক সিরিজে সর্বোচ্চ উইকেট দখলেও মিরাজ ছাড়িয়ে গেছেন সবাইকে। সাদা পোশাকে এক সিরিজে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান ও এনামুল হক (জুনিয়র)। দুই টেস্টের সিরিজে মিরাজ ১৯ উইকেট নিয়ে টপকে গেছেন সবাইকে।

২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৮টি উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক। তার ৯ বছর পর একই দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৮টি উইকেট নিয়ে এনামুলের রেকর্ড ভাগ বসান সাকিব।
 
ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মিরাজ। পরের ইনিংসে নেন আরও ১টি উইকেট। মোট সাত উইকেট নিয়ে অভিষেক টেস্টেই উজ্জ্বল পারফরম্যান্স উপহার দেন এ উঠতি অফস্পিন অলরাউন্ডার।  ঢাকায় ফিরে দ্বিতীয় টেস্টে ছাড়িয়ে গেলেন আগেরটিকে। দুই ইনিংস মিলে উইকেট নিলেন ১২টি।

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিন ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়ে তো ইতিহাসেই ঢুকে পড়েছেন মেহেদি হাসান মিরাজ।  টেস্ট ইতিহাসে এমন কীর্তি দেখিয়েছেন আরও পাঁচজন। ভারতের নরেন্দ্র হিরানী, নিউজিল্যান্ডের ক্ল্যারি গ্রিমেত, ইংল্যান্ডের সিডনি বার্নাস, অস্ট্রেলিয়ান রডনি হগ ও আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার টম রিচার্ডসন। খেলোয়াড়ি জীবনে প্রথম তিনজনই ছিলেন স্পিনার। নরন্দ্রে ও রডনি ছাড়া বাকি সবাই প্রথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

** সাকিব-এনামুলের রেকর্ডে ভাগ বসালেন মিরাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।