ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মনেই হয়নি জাতীয় দলে নতুন খেলছি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
‘মনেই হয়নি জাতীয় দলে নতুন খেলছি’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ক্যারিয়ারের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে মেহেদি হাসান মিরাজ রেখেছেন অনবদ্য ভূমিকা। চট্টগ্রাম টেস্টে সাত উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এ অফস্পিনার ঢাকা টেস্টের দুই ইনিংসে ৬টি করে মোট ১২টি উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও ওঠে ১৯ বছরের এ উঠতি অলরাউন্ডারের হাতে।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসানদের। বোলিং দেখে বোঝার উপায় নেই জাতীয় দলে কেবলই পাঁ রেখেছেন মিরাজ। বল হাতে যখন আক্রমণে গেছেন তখন মিরাজেরও তা মনে হয়নি, ‘মনেই হয়নি জাতীয় দলে নতুন খেলছি। দলের সিনিয়র ক্রিকেটাররা যেভাবে সাহায্য করেছে তাতে মনে হয়েছে অনেকদিন ধরেই বুঝি তাদের সঙ্গে খেলছি। ভাবতে গর্ব লাগে যাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি তাদের সঙ্গেই এখন খেলছি। সবাই খুব সাপোর্ট করেছে আমাকে। ’
 
মিরাজের অফস্পিন ঘূর্ণিতে ঢাকা টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির পর তৃতীয় সেশনের প্রথম বল থেকেই দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে বিনা উইকেটে ১০০ রান নিয়ে চা বিরতিতে যায় সফরকারীরা। এরপর ৬৪ রান যোগ হতেই গুটিয়ে যায় ইংলিশদের দ্বিতীয় ইনিংস।  

প্রথম ইনিংসের মতোই নিজের নামের পাশে মিরাজ লেখান ৬টি উইকেট। সাকিব ৪ উইকেট তুলে নিলে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামা ইংলিশরা থামে ১৬৪-এ। ১০৮ রানের অবিস্মরণীয় জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে মুশফিকুর রহিমের দল।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।