ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মানসিকভাবে আরও শক্ত হতে হবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
‘মানসিকভাবে আরও শক্ত হতে হবে’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। বৈশ্বিক আসরটিতে তার হাতে ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার।

ব্যাটিং-বোলিং দেখে অনেকেই আশাবাদী হয়েছেন, মিরাজ একদিন খেলবেন জাতীয় দলে।
 
বছর না পেরোতেই এলো জাতীয় দলে ডাক। তাও কিনা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে! বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সেই মিরাজই ইংল্যান্ডের বিপক্ষে এনে দিলেন ঐতিহাসিক জয়। দুই ইনিংসে ১২ উইকেট তুলে নাচিয়ে ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের।
 
ভালো বোলিং তো আছেই, পাশাপাশি মিরপুরের স্পিন সহায়ক উইকেট মিরাজের অফস্পিনকে আরও ভয়ঙ্কর করে তোলে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করা মিরাজ নিশ্চয়ই তাকাবেন সামনে। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলবে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি। নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে নিশ্চয়ই থাকতে চাইবেন এ তরুণ।
 
তবে নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে মিরাজ হয়তো এমন সহায়তা পাবেন না। এ জন্য শক্ত মানসিকতা ও বেশি বেশি অনুশীলন করার কথা বললেন মিরাজ, ‘উইকেটে যেভাবে বল করেছি, উইকেট একটু সাহায্যও করেছে। যেভাবে উইকেট পেয়েছি দেশের বাইরে হয়তো এভাবে উইকেট পাবো না। মানসিকতা আরও শক্ত করতে হবে। ’

‘এখানে পাঁচটা-ছয়টা করে উইকেট পেয়েছি। বাইরের দেশে এভাবে নাও পেতে পারি। এজন্য আমাকে মানসিকভাবে আরও শক্ত হতে হবে। আমাকে আরও অনেক ভালো করে অনুশীলন করতে হবে। আমি যেন সার্ভাইভ করতে পারি যে কোনো কন্ডিশনে। ’-যোগ করেন মিরাজ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।