ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তাই কাল হলো আলিম দারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
নিরাপত্তাই কাল হলো আলিম দারের ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তাজনিত কারণে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের নাম প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করার পর অ্যালিস্টার কুকদের গন্তব্য এবার ভারত।

রাজকোটে আগামী ৯ নভেম্বর (বুধবার) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। টেস্ট শেষে প্রায় এক মাসের বিরতি নিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে আবারো টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে ইংলিশরা।

আলিম দার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। ভারতে তার সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তার জায়গায় যোগ দিতে পারেন সদ্যই বাংলাদেশে ম্যাচ পরিচালনা করা শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা।

ভারতে ক্রিকেট সিরিজ থেকে এবারই প্রথম আলিম দারকে সরিয়ে দেওয়া হয়নি। গত বছর শিবসেনার হুমকির মুখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন তাকে প্রত্যাহার করে নিয়েছিল আইসিসি।

সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরো অবনতির দিকে। সম্প্রতি উরির ঘটনার জের ধরে ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সৈন্য মৃত্যুবরণ করেন। মর্মান্তিক ওই ঘটনার পর তো দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সব মিলিয়ে পাকিস্তানের কেউই আর ভারতের মাটিতে নিরাপদ নন! আলিম দারকে প্রত্যাহার করে নেওয়া তো তারই প্রমাণ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।