ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বল হাতে নেয়ার অপেক্ষায় মোস্তাফিজ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বল হাতে নেয়ার অপেক্ষায় মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের স্পিন জাদু দেখার পর অনেকের মুখে শোনা গেছে আপ্তবাক্যটা, ‘ইশ, মোস্তাফিজ যদি থাকতো..!’ পেস আক্রমণে মোস্তাফিজ, স্পিনে মিরাজ-এ দৃশ্য দেখা যেতে পারে আসন্ন নিউজিল্যান্ড সফরেই।  

কেননা কাঁধের অস্ত্রোপচারের পর পুণর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজের উন্নতি হচ্ছে দ্রুত।

এরই মধ্যে প্রথম দুই ধাপের কাজ শেষ করেছেন কাটার মাস্টার। এবার অপেক্ষায় তৃতীয় ধাপের কাজ শুরু করার।

আগামী দুই-তিন দিনের মধ্যেই মোস্তাফিজের তৃতীয় ধাপের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এ ধাপে কাজ হবে স্কিল নিয়ে। মোস্তাফিজ টেনিস বলে চেষ্টা করবেন বোলিং, শ্যাডো ও থ্রোয়িং করার। ছন্দ ফিরে পেলে হাতে নেবেন ক্রিকেট বল।

তৃতীয় ধাপের প্রক্রিয়াটি ৪-৬ সপ্তাহের। এ প্রক্রিয়াটি সফলভাবে শেষ করতে পারলে ম্যাচ প্র্যাকটিসে নামবেন মোস্তাফিজ। এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘দ্বিতীয় ধাপের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করাটা নিঃসন্দেহে ভালো লক্ষন। এবার মোস্তাফিজ তৃতীয় ধাপে যাবে। যেখানে স্কিল নিয়ে কাজ করা হবে। এখানে ডাক্তার-ফিজিওর চেয়ে কোচের সহায়তা বেশি গুরুত্বপূর্ণ হবে। ’

‘তৃতীয় ধাপের মেয়াদ ৪-৬ সপ্তাহ। ঠিকঠাক এগুলে ম্যাচ প্র্যাকটিসে নামতে পারবেন মোস্তাফিজ। অস্ত্রোপচার যিনি (অ্যান্ড্রু ওয়ালেস) করেছেন তার সাথে কথা হয়েছে। তার আশা, যেহেতু দ্বিতীয় ধাপের রেসপন্স ভালো তাই তৃতীয় ধাপে তেমন সমস্যা হওয়ার কথা না। মোস্তাফিজ যেন বাড়তি কাজ না করে এ পরামর্শ দেয়া হবে। ’-যোগ করেন বিসিবির এ চিকিৎসক।

গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এ জন্য ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি মোস্তাফিজ।  

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজেই হয়তো আবার বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়াবেন মোস্তাফিজ। হয়তো দুই বন্ধুর (মিরাজ-মোস্তাফিজ) হাতেই উঠবে বোলিংয়ের ভার।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।