ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অপরাজিত ব্রাথওয়েইট’, ক্যারিবীয়দের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
‘অপরাজিত ব্রাথওয়েইট’, ক্যারিবীয়দের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

তবে, প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে মিসবাহ উল হকের দল। প্রথম ইনিংসে অপরাজিত শতক আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে দলের জয় সহজ করেন ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইট।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৮১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩৩৭ রান। দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে ব্যর্থ পাকিস্তান তোলে মাত্র ২০৮ রান। ক্যারিবীয়দের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৫৩ রান। শেষ দিন জয় তুলে নিতে জ্যাসন হোল্ডারের দলটি ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে।

আগে ব্যাট করা পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ওপেনার সামি আসলামের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান। আজহার আলি আর আসাদ শফিক দু’জনই শূন্য রানে বিদায় নিলেও উইনিস খান ৫১, মিসবাহ ৫৩ আর সরফরাজ ৫১ রান করেন। ক্যারিবীয়দের হয়ে দেবেন্দ্র বিশু ৪টি, শ্যানন গ্যাব্রিয়েল ৩টি, জোসেফ দুটি উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইট ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ১৪২ রান। রোসটন চেজের ব্যাট থেকে আসে ৫০ রান। এছাড়া, ৪৭ রান করেন শেন ডরউইচ। পাকিস্তানের হয়ে ৫টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ আমির তিনটি আর একটি করে উইকেট লাভ করেন ইয়াসির শাহ এবং জুলফিকার বাবর।

দ্বিতীয় ইনিংসে আজহার আলি পাকিস্তানের হয়ে করেন ইনিংস সর্বোচ্চ ৯১ রান। সরফরাজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান। আর কোনো ব্যাটসম্যান ব্যাট হাতে ভালো করতে না পারলে ২০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জ্যাসন হোল্ডার ৫টি উইকেট লাভ করেন। তিনটি উইকেট নেন দেবেন্দ্র বিশু।

১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা দলীয় ৬৭ রানের মাথায় ৫ উইকেট হারায়। জনসন, ব্রাভো, স্যামুয়েলস, চেজ ব্লাকউড ব্যাট হাতে ভালো করেননি। তবে, ওপেনার ব্রাথওয়েইট আবারো দলকে সামনে থেকে নেতৃত্ব নেন। পুরো ম্যাচে একবারও এই ক্যারিবীয়কে আউট করতে পারেনি পাকিস্তানি বোলাররা। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অপরাজিত থাকা ব্রাথওয়েইট। ৬০ রান আসে তার ব্যাট থেকে। আরও ৬০ রান করেন আরেক অপরাজিত ব্যাটসম্যান ডরউইচ। তাদের জুটিটি অবিচ্ছিন্ন ৮৭ রানের।

৫ উইকেটের জয়টিই জ্যাসন হোল্ডারের নেতৃত্বে সাদা পোশাকে ক্যারিবীয়দের প্রথম জয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।