মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স (বর্তমান ঢাকা ডায়নামাইটস) দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব কাঁধে নেন টাইগার দলপতি।
সেই মিশনেই শুক্রবার (৪ নভেম্বর) বিপিএলের চতুর্থ আসেরের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ম্যাচের আগের দিন দুপুরে মিরপুর একাডেমি মাঠে গণমাধ্যম কর্মীরা মাশরাফির কাছে জানতে চান, টানা চারবারের চ্যাম্পিয়ন হতে শুরুটা তিনি কেমন করতে চাইছেন।
মাশরাফি অবাক হয়েই বললেন, ‘চতুর্থবার! এতোদূর ভাবার তো কিছু নাই। টুর্নামেন্ট শুরুই হতে পারলো না, এতোদূর চিন্তা করার সুযোগ নেই। দল যা আছে ভালো খেলার চেষ্টা করতে হবে শুরু থেকেই। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু পাই তাহলে মোমেন্টামটা সাথে থাকলে সামনের ম্যাচগুলো খেলতে কিছুটা হলেও সহজ হবে। ’
মোমেন্টামতো থাকছেই, সাথে নাজমুল হোসেন শান্ত, নাহিদ, সৈকত আলীর মত তরুণ খেলোয়াড় ও বিদেশি আসহার জাইদি, জ্যাসন হোল্ডারের মত অলরাউন্ডারদের নিয়ে টুর্নামেন্টে ভাল কিছু করার স্বপ্ন দেখছেন মাশরাফি।
এ ব্যাপারে টিম কুমিল্লার কাপ্তানের অভিমত, ‘আমাদের বেশকিছু এক্সাইটিং ইয়াং প্লেয়ার আছে। যারা অনূর্ধ্ব-১৯ এ খেলেছে এবং ভালো খেলে যাছে। আসলে লোকাল প্লেয়ারদের ওপরও অনেক কিছু নির্ভর করে যে তারা কেমন খেলছে। তো আমাদের যারা খেলোয়াড় আছে তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে ভালো কিছু হবে। কারণ, টি-টোয়েন্টিতে সময় কম পাওয়া যায়, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি আশা করি ভালো খেলবো। দল মোটামুটি ভারসাম্যপূর্ণ আছে। দেখা যাক। ’
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম