ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
‘দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলের চতুর্থ আসরে দারুণ শুরু করেছে রংপুর রাইডার্স। প্রথম দুটি ম্যাচেই তারা জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। গতকাল মাত্র ৪৪ রানে অলআউট করে খুলনাকে লজ্জায় ফেলে রংপুরের স্পিনাররা।

মিরপুর থেকে: বিপিএলের চতুর্থ আসরে দারুণ শুরু করেছে রংপুর রাইডার্স। প্রথম দুটি ম্যাচেই তারা জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

গতকাল মাত্র ৪৪ রানে অলআউট করে খুলনাকে লজ্জায় ফেলে রংপুরের স্পিনাররা।

কাগজে-কলমে বড় দল না হলেও মাঠের খেলায় এখন তারাই এগিয়ে। রংপুরের কোচ জাভেদ ওমর বেলিম অবশ্য এতেই তৃপ্ত হচ্ছেন না। তার লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।

শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে জাভেদ ওমর বলেন, ‘প্রথম দু’টি ম্যাচ জেতায় দলের মাঝে আত্মবিশ্বাস বেড়েছে। স্পিনাররা খুবই ভালো করছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন লক্ষ্য। ’

‘কেবল দুটি ম্যাচ খেললাম। এখনই বলার সময় আসেনি কারা ফেভারিট। যা দেখলাম তাতে ঢাকা ডায়নামাইটস খুব ভালো দল। তবে মাঠে যারা ভালো খেলবে, ধারাবাহিকতা ধরে রাখবে তারাই চ্যাম্পিয়ন হবে। ’-যোগ করেন জাভেদ ওমর বেলিম।

মিরপুরের উইকেট নিয়ে রংপুর কোচের ভাষ্য, ‘স্পিনাররা হয়তো সুবিধা পাচ্ছে। আমাদের স্পিনাররা সেটি কাজে লাগাচ্ছে। সামনে হয়তো স্পোর্টিং উইকেট হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।