ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকলাইনের সঙ্গে ইসিবি’র চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
সাকলাইনের সঙ্গে ইসিবি’র চুক্তি নবায়ন ছবি: সংগৃহীত

সাইকলাইন মুস্তাকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্পিন বোলিং পরামর্শক হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ (মোহালিতে) পর্যন্ত ইংলিশ টিমের সঙ্গে থাকছেন পাকিস্তানের সাবেক তারকা অফস্পিনার।

ঢাকা: সাইকলাইন মুস্তাকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্পিন বোলিং পরামর্শক হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ (মোহালিতে) পর্যন্ত ইংলিশ টিমের সঙ্গে থাকছেন পাকিস্তানের সাবেক তারকা অফস্পিনার।

এ পদে বর্তমানে দ্বিতীয় মেয়াদে কাজ করছেন সাকলাইন। প্রাথমিক চুক্তি অনুযায়ী, প্রথম টেস্ট (৯-১৩ নভেম্বর) শেষে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু রাজকোট টেস্টে দলের তিন স্পিনারের (আদিল রশিদ, মঈন আলী ও জাফর আনসারি) পারফরম্যান্স চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে তিনজন মিলে টিম ইন্ডিয়ার আটটি উইকেট তুলে নেন।

এরই সুবাদে সাকলাইনের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতির জেরে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে একটা শঙ্কা ছিল। তবে বিষয়টির সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।