ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গেইলকে ছাড়িয়ে গেলেন সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
গেইলকে ছাড়িয়ে গেলেন সাব্বির ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল ক্রিস গেইলের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। বিপিএলে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

মিরপুর থেকে: বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল ক্রিস গেইলের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’।

বিপিএলে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

রাজশাহী কিংসের ক্রিকেটার সাব্বির রহমান মিরপুরে আজ (১৩ নভেম্বর) ছাড়িয়ে গেলেন গেইলের তিন মৌসুম ধরে রাখা কীর্তিটি। চতুর্থ আসরে এসে বরিশাল বুলসের বিপক্ষে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়।

অর্ধশতক তুলতে ২৬টি বল খেলেন সাব্বির। আরো ২৭ বলে ক্যারিয়ারের প্রথম বিপিএল উদযাপনে মাতেন এ ‘হার্ডহিটার’।

ইনিংসের ১৬তম ওভারে সাব্বিরকে ডেভিড মালানের ক্যাচবন্দি করেন পেসার অাল আমিন হোসেন। তার আগে বরিশাল বোলারদের ওপর দিয়ে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান রাজশাহী আইকন। ঝড়ো ব্যাটিংয়ে ৬১ বলে ১২২ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন। তাতে ছিল সমান ৯টি চার ও ৯টি ছক্কার মার।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।