ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান দল নিরাপদে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান দল নিরাপদে ছবি:সংগৃহীত

টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে রোববার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির মাটি। কম্পনের তীব্রতা ছিল ৭.৪। তখন নেলসনের একটি হোটেলে ছিল পুরো দল। আতঙ্কিত সকলেই নেমে এসেছিলেন বাইরে।

ঢাকা: টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে রোববার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির মাটি।

কম্পনের তীব্রতা ছিল ৭.৪। তখন নেলসনের একটি হোটেলে ছিল পুরো দল। আতঙ্কিত সকলেই নেমে এসেছিলেন বাইরে।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম বারি বলেন, ‘আমরা হোটেলেই ছিলাম। সব কিছু কাঁপছিল। আমাদের তখনই হোটেলের বাইরে নিয়ে আসা হয়। হোটেলের স্টাফরা আমাদের সারাক্ষণ খেয়াল রাখে। সঙ্গে সঙ্গেই আমরা সাত তলা থেকে বেরিয়ে আসি। আমাদের সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে যতক্ষণ সুনামির সম্ভবনা রয়েছে। ’

যখন ভূমিকম্প হয় তখন সকলেই তাদের ঘরে ছিল। এ সময় ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে ব্যস্ত ছিল সকলেই।

এদিকে পাকিস্তান নারী ক্রিকেট দলও এই মুহূর্তে ক্রাইসচার্চে রয়েছে। সোমবারই একই শহরে পৌঁছাবে পুরুষ দল। ক্রাইসচার্চেই সব থেকে বেসি তীব্রতা ছিল কম্পনের। বারি আরও বলেন, ‘সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে। আশা করছি ক্রাইসচার্চে ভাল আবহাওয়া পাব। ’

২০১১’র ফেব্রুয়ারিতেই বড় ভূমিকম্প হয়েছিল ক্রাইসচার্চে। ১৮৫ জনের মৃত্যু হয়েছিল। যদিও ভূমিকম্পের আতঙ্ক ভুলে এখন খেলায় মনোনিবেশ করতে চাইছে সফরকারী দল।

আগামী ১৭ নভেম্বর হেগলি ওভারে দু’দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আর ২৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে হ্যামিল্টনের সেডন পার্কে। আর ক্রাইসচার্চের প্রথম ম্যাচটি ঠিক সময়ই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।