ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের অষ্টম বিপিএল অর্ধশতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
তামিমের অষ্টম বিপিএল অর্ধশতক তামিম ইকবাল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৩৮ বলে ৫৪ রানের ইনিংসটি খেলে বিপিএলে ৭ম অর্ধশতকের দেখা পেয়েছিলেন চিটাগং ভাইকিংস ওপেনার তামিম ইকবাল। এবার বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরের দ্বিতীয় ও বিপিএলে অষ্টম অর্ধশতকের দেখা পেলেন এই টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৩৮ বলে ৫৪ রানের ইনিংসটি খেলে বিপিএলে ৭ম অর্ধশতকের দেখা পেয়েছিলেন চিটাগং ভাইকিংস ওপেনার তামিম ইকবাল। এবার বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরের দ্বিতীয় ও বিপিএলে অষ্টম অর্ধশতকের দেখা পেলেন এই টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান।

 

বরিশালের বিপক্ষে অর্ধশতক তুলে নিতে খেলেছেন ৩৮ টি বল, যেখানে চারের মার ছিল ৭টি ও ছয়ের মার ছিল ১টি।

সোমবার (১৪ নভেম্বর) বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে বরিশালের কাছে টস হেরে ব্যাট করতে নেমে দিনের প্রথম ওভারটি বেশ সাবধানেই ছিলেন তামিম। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই জ্বলে উঠে তার ব্যাট। ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলামকে কাভার অঞ্চল দিয়ে চার মেরে চিটাগংয়ের প্রথম বাউন্ডারি এনে দেন এই বাঁহাতি।

এখানেই থেমে থাকেনি এ ওপেনারের ব্যাট। তাইজুল, আবু হায়দার রনি, জশুয়া কব, কামরুল ইসলাম রাব্বিদের বল থেকে আরও ৬টি চার ও ১টি ছয়ে তুলে নেন বিপিএলে নিজের অষ্টম অর্ধশতক।

তবে অর্ধশতক তুলে নিয়েই ক্ষান্ত ছিলেন না তামিম। ঝড়ো ব্যাটিংয়ে চেয়েছিলেন নিজের প্রথম বিপিএল শতকটি তুলে নিতে। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। ১৪তম ওভারে কামরুল ইসলাম রাব্বির প্রথম বলেই বোল্ড আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

ফেরার আগে তামিম খেলেছেন ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। বিপিএলে প্রথম আসরে চিটাগং কিংসের হয়ে খেলা তামিম কোনো অর্ধশতকের দেখা পাননি। পরের আসরেই দুরন্ত রাজশাহীর হয়ে করেন ৩টি অর্ধশতক। গেল আসরে চিটাগং ভাইকিংসের হয়ে তুলে নেন আরও ৩টি অর্ধশতক। আর এই আসরে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ২টি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।