ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাফিসের ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নাফিসের ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন তিন বছর জাতীয় দলের বাইরে থাকা বরিশালের টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তার এমন ধারাবাহিক ব্যাটিং দেখে মনে হচ্ছে রান যেন তার সাথে সখ্যতা গড়েছে।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন তিন বছর জাতীয় দলের বাইরে থাকা বরিশালের টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তার এমন ধারাবাহিক ব্যাটিং দেখে মনে হচ্ছে রান যেন তার সাথে সখ্যতা গড়েছে।

এবারের বিপিএলে বরিশালের হয়ে  এই পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই অর্ধশতক তুলে নিয়েছেন এই ক্ল্যাসিক টপ অর্ডার।  

নাফিসের প্রথম বিপিএল অর্ধশতকটি এসেছিল গেল ৮ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছিলেন। তার দ্বিতীয় অর্ধশতকটি এসেছে ১৩ নভেম্বর, রাজশাহী কিংসের বিপক্ষে। যেখানে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সাহায্য করেছেন ১৯২ রানের বড় সংগ্রহ পেতে।  
 
উল্লেখ করার মতো বিষয় হলো নাফিসের তৃতীয় অর্ধশতকটি এলো দ্বিতীয় অর্ধশতক তুলে নেয়ার পরের ম্যাচেই যেখানে প্রতিপক্ষ ছিল তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। আর এই অর্ধশতক পেতে নাফিস খেলেছেন ৪৫ টি বল, যেখানে চারের মার ছিল ৬ টি ও ছয়ের মার ১ টি।
 
সোমবার (১৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালদের ১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা বরিশাল নিজেদের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানে ওপেনার জশুয়া কবের উইকেট হারালে দ্বিতীয় উইকেটে দলের হয়ে ব্যাটিংয়ে আসেন নাফিস। আর ব্যাটে হাতে নেমেই মুগ্ধতা ছড়ানো শটে শর্ট ফাইন লেগ, ডিপ পয়েন্ট, ও মিড উইকেট দিয়ে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন বিপিএলের এবারের আসরে ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি।     
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।