ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চারজন বাদে অজি দলে কেউ নিরাপদ নয়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
চারজন বাদে অজি দলে কেউ নিরাপদ নয়! ছবি:সংগৃহীত

ক্রিকেট বিশ্বে এখন একটিই কথা অস্ট্রেলিয়ার ‘ধস’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্টে ইনিংস  ও ৮০ রানে হেরে ইতোমধ্যে সিরিজ হারিয়েছে অজিরা। আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ আট ব্যাটসম্যান ৩২ রানে আউট হলে ১২৮ বছরের বাজে ইতিহাস স্পর্শ করে দলটি।

ঢাকা: ক্রিকেট বিশ্বে এখন একটিই কথা অস্ট্রেলিয়ার ‘ধস’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্টে ইনিংস  ও ৮০ রানে হেরে ইতোমধ্যে সিরিজ হারিয়েছে অজিরা।

আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ আট ব্যাটসম্যান ৩২ রানে আউট হলে ১২৮ বছরের বাজে ইতিহাস স্পর্শ করে দলটি।

দলের এমন বাজে পরিণতির পর ক্রিকেটারদের ওপর বেশ চটেছেন কোচ ড্যারেন লেহম্যান। পরবর্তী টেস্টে ব্যাপক পরিবর্তন আনবেন ইঙ্গিত দিয়ে তিনি জানান, চারজন ছাড়া দলে কেউই নিরাপদ নয়।

ক’দিন আগেই অজি দলের কোচ হিসেবে ২০১৯ সাল পর্যন্ত মেয়াদ বেড়েছে লেহম্যানের। তবে বিশ্বকাপ জেতানো এই কোচ এখনই শঙ্কায় পড়েছেন। ২৪ নভেম্বর অ্যাডিলেডে শেষ টেস্টে পরিবর্তন আনার ব্যাপারে তিনি শতভাগ বিশ্বাসী।

কোচের পাশাপাশি নির্বাচক প্যানেলেও কাজ করেন লেহম্যান। আর তিনি জানান অধিনায়ক স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড ছাড়া বাকি কেউই নিজেদের জায়গায় নিরাপদ নয়।

লেহম্যান আরও বলেন, ‘আমরা পরবর্তী টেস্টের জন্য সেরা একাদশ খুঁজছি। কারণ এ ম্যাচে ছেলেদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমি মনে করি হ্যাজেলউড দারুণ করেছে, ইনজুরি থেকে ফিরে ভালো খেলছে স্টার্ক। এছাড়া স্মিথ ও ওয়ার্নার সেরাটা দিয়েছে। ’

কোচের বন্দুকের নলাটা মূলত ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস, ওপেনার জো বার্নস ও এই টেস্টেই অভিষিক্ত কালাম ফার্গুসনের দিকে। সেই সঙ্গে স্পিনার নাথান লিওনও রয়েছেন এই কাতারে। এখন পর্যন্ত সিরিজে তিনি ১২০.৫০ গড়ে নিয়েছেন মাত্র দুই উইকেট।

এ হারের প্রভাব দলের ড্রেসিং রুমেও ছড়িয়েছে জানান অজি কোচ, ‘এমন হারে আসলে সবাই হতাশ। কিন্তু, তারা দেশের হয়ে খেলতে গর্ব করে। ’

ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করা অজি দলের এমন হার স্পর্শ করছে দলের সাবেক কিংবদন্তিদেরও। ক্রিকেটারদের ভালো পরামর্শ দিতে এগিয়ে আসছে অনেকে বলে জানান তিনি, ‘মার্ক টেইলর ও শেন ওয়ার্ন এক এক করে সবার সঙ্গে আলাপ করেছে। এছাড়া ইয়ান হিলি, টম মুডি, সিমন ক্যাটিচ, ব্রেট লি’র মতো সাবেক গ্রেটরাও এগিয়ে আসছে। ’

অ্যাডিলেডের তৃতীয় টেস্টটি দিবা-রাত্রির ম্যাচ হবে। যা প্রথমবারের মতো ফ্লাডলাইটের নিচে খেলবে দক্ষিণ আফ্রিকা। অজিরা এর আগে গত বছর এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলেছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।