ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের মুখোমুখি মাহমুদুল্লাহ, লড়বে কুমিল্লা-রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
সাকিবের মুখোমুখি মাহমুদুল্লাহ, লড়বে কুমিল্লা-রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান বিপিএলের আজকের ম্যাচে মাঠে নামবে চারটি দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটানস। আর দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস।

ঢাকা: চলমান বিপিএলের আজকের ম্যাচে মাঠে নামবে চারটি দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটানস।

আর দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস।

দুপুর একটায় বিপিএলের ১৮তম ম্যাচে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার বিপক্ষে খেলবে ঢাকা। ৫ ম্যাচের চারটিতে জয় আর একটিতে পরাজয় নিয়ে ঢাকার সংগ্রহ ৮ পয়েন্ট।

এদিকে, চার ম্যাচের তিনটিতে জিতে আর একটি হেরে ৬ পয়েন্ট নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার সামনে থাকছে টেবিলের উপরের দিকে ওঠার সুযোগ।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা পৌনে ছয়টায় মাঠের লড়াইয়ে নামবে মাশরাফির কুমিল্লা আর ড্যারেন স্যামির রাজশাহী। মাঠের লড়াইয়ে নামার আগে মাশরাফির দলকে লড়তে হচ্ছে নিজেদের খুঁজে পেতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৫ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি। পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে তাদের অবস্থান।

এদিকে, ভালো অবস্থানে নেই রাজশাহী। স্যামি-সাব্বির-মেহেদি মিরাজদের দলটি চার ম্যাচের তিনটিতেই হেরেছে, জিতেছে একটি ম্যাচে, সংগ্রহ দুই পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে।

৫ ম্যাচ খেলা রংপুর রাইডার্স চারটিতে জয় আর একটিতে পরাজয় নিয়ে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের দুইয়ে অবস্থান করছে। মুশফিকুর রহিমের বরিশাল বুলস ৫ ম্যাচের ৩টিতে জয় আর ২টিতে পরাজয় নিয়ে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট, অবস্থান তিন নম্বরে। সর্বোচ্চ ৬ ম্যাচ খেলা তামিম ইকবালের চিটাগং ভাইকিংস ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।