ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
প্রথম ম্যাচে বাংলাদেশের পরাজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মেয়েদের এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দিন মাঠে নেমেছিল বাংলাদেশ আর ভারতের মেয়েরা। এশিয়া কাপের ষষ্ঠ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৬৪ রানে হেরেছে রুমানা আহমেদের দল।

ঢাকা: মেয়েদের এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দিন মাঠে নেমেছিল বাংলাদেশ আর ভারতের মেয়েরা। এশিয়া কাপের ষষ্ঠ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৬৪ রানে হেরেছে রুমানা আহমেদের দল।

২০০৪ থেকে শুরু হওয়া মেয়েদের এশিয়া কাপে প্রতিবারই জিতেছে ভারত। ব্যাংককের থের্ডথাই ক্রিকেট গ্রাউন্ড (টিসিজি) মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লাল-সবুজের দলপতি রুমানা।

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে হারমিনপ্রিত কাউরের দল ১১৮ রান সংগ্রহ করে। জবাবে, ১৮.২ ওভারে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

আগে ব্যাট করা ভারতের শুরুটা বেশ ভালোই হয়েছিল। ওপেনিং জুটি থেকে মিথালি রাজ আর স্মৃতি মানধানা তুলে নেন ৭০ রান। মিথালি রাজ ৫৯ বল মোকাবেলা করে দুটি চারের সাহায্যে করেন ইনিংস সর্বোচ্চ ৪৯ রান। আরেক ওপেনার স্মৃতি ৩২ বলে ৬টি চারের সাহায্যে করেন ৪১ রান।

তিন নম্বরে নামা কৃষ্মামূর্তি ৫ রানে বিদায় নেন। চারে নামা দলপতি হারমানপ্রিত ১৮ বলে দুটি চার আর একটি ছক্কায় করেন ১৯ রান। ১৯তম ওভারের শেষ বলে হারমানপ্রিত আউট হন। পরের ওভারের (২০তম) প্রথম বলেই বিদায় নেন মেঘনা সিং, পঞ্চম বলে বিদায় নেন ঝুলন গোস্বামী আর শেষ বলে বিদায় নেন আনুজা পাতিল।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে দুটি উইকেট লাভ করেন খাদিজাতুল কুবরা। একটি করে উইকেট দখল করেন জাহানারা আলম এবং রিতু মনি।

১১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার সানজিদা ইসলাম (১) এবং নিগার সুলতানা (০) দ্রুতই বিদায় নেন। দলপতি রুমানা এক রান করে আউট হন। দলীয় ১৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল-সবুজরা।

এরপর জুটি গড়েন শায়লা শারমীন এবং সালমা খাতুন। দলীয় ৪২ রানের মাথায় বিদায় নেন সালমা। ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন সালমা। পরের বলেই আউট হন ১৮ রান করা শায়লা শারমীন। আয়েশা রহমানের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। ব্যাট হাতে আর কেউই দাঁড়াতে না পারলে ৫৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এবারের আসরে অংশ নেওয়া প্রতিটি দলই একবার করে খেলবে একে অপরের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। আগামী ০৪ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পরের ম্যাচে মুখোমুখি হবে ২৮ নভেম্বর, থাইল্যান্ডের বিপক্ষে। ২৯ নভেম্বর টাইগ্রেসদের প্রতিপক্ষ নেপাল। আগামী ৩০ নভেম্বর রুমানা আহমেদের দলের বিপক্ষে লড়বে পাকিস্তান। আর ০৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।