ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে মুখোমুখি বরিশাল-ঢাকা, রংপুর-চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিপিএলে মুখোমুখি বরিশাল-ঢাকা, রংপুর-চিটাগং ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (২৭ নভেম্বর) থাকছে দুটি খেলা। যেখানে প্রথম ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। আর রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগং ভাইকিংস।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (২৭ নভেম্বর) থাকছে দুটি খেলা। যেখানে প্রথম ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।

আর রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগং ভাইকিংস।

মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় প্রথম ম্যাচে লড়বে বরিশাল বনাম ঢাকা। এখন পর্যন্ত আট ম্যাচে পাঁচ জয় ও তিন হারে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিব আল হাসানের ঢাকা।

অন্যদিকে এখন পর্যন্ত খুব একটা সুবিধে করতে পারেনি মুশফিকুর রহিমের বরিশাল। সমান আট ম্যাচে তিন জয় ও পাঁচ হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে তারা। ফলে আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির সামনে। তবে দু’দলের প্রথম সাক্ষাতে ঢাকা আট উইকেটের বড় জয় তুলে নিয়েছিল।

এদিকে সন্ধা পৌনে ছয়টায় দ্বিতীয় ম্যাচে একই মাঠে রংপুর খেলবে ঢাকার বিপক্ষে। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হারে ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে নাঈম ইসলামের দল। একধাপ পরেই রয়েছে চিটাগং। আট ম্যাচে চার জয় ও সমান হারে আট পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

দু’দলের প্রথম সাক্ষাতে অবশ্য তামিম ইকবালের চিটাগংকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল রংপুর। তবে এ ম্যাচে চিটাগংয়ের হয়ে খেলতে যাচ্ছেন ক্রিস গেইল। তাই শক্তির বিচারে এগিয়ে রয়েছে তারা। কিন্তু রংপুর আবার জয় পেলে শীর্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।