ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইকেট নয়, রাহির লক্ষ্য ছিল ডট বল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
উইকেট নয়, রাহির লক্ষ্য ছিল ডট বল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার বিপক্ষে টস জিতে বরিশালের ব্যাটিং নেয়ার উদ্দেশ্য ছিল বড় সংগ্রহ করে প্রতিপক্ষকে একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়া। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে ব্যর্থ হয়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। ঢাকা ডায়নামাইটসের হিসেবি বোলিংয়ে তা পারেনি বরিশাল।

মিরপুর থেকে: ঢাকার বিপক্ষে টস জিতে বরিশালের ব্যাটিং নেয়ার উদ্দেশ্য ছিল বড় সংগ্রহ করে প্রতিপক্ষকে একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়া। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে ব্যর্থ হয়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

ঢাকা ডায়নামাইটসের হিসেবি বোলিংয়ে তা পারেনি বরিশাল।

ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মুশফিকের দলটিকে।

ঢাকার হয়ে এদিন বল করেছেন আবু জায়েদ রাহি, সাকিব আল হাসান, ব্রাভো, সানজামুল ইসলাম, রবি বোপারা ও সেকুজে প্রসন্ন। এই ছয় বোলারের মধ্যে বল হাতে সবচেয়ে বেশি হিসেবি ছিলেন আবু জায়েদ রাহি। ৪ ওভার বল করে ১ মেডেন সহ ১২ রান দিয়ে তুলে নিয়েছেন শাহরিয়ার নাফিসের উইকেটটি।

বরিশালের বিপেক্ষে এই ম্যাচে এমন নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণ হিসেবে রাহি জানালেন, কোচ খালেদ মাহমুদ সুজনের দেয়া পরামর্শ, ‘কোচ বলেছেন যে টি-টোয়েন্টিতে সিঙ্গেল রান আর ডট বল একই কথা। তাই আমি চেষ্টা করেছি উইকেট নেয়ার চাইতে বেশি ডট বল করার জন্য। আমি আমার পরিকল্পনা মতো খেলেছি এবং সফল হয়েছি। ’

রোববার (২৭ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের বোলিং নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই ডানহাতি মিডিয়াম পেসার।           

বিপিএলের এবারের আসরের চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলেছে ঢাকা। প্রথমটিতে জয় পেলেও হেরে গেছে শেষ দুটিতেই। তবে বিপিএল ঢাকায় ফেরার পরে টানা দুই জয় তুলে নিয়েছে সাকিবরা। এই দুই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়নরা।

আর ঢাকার এই ব্যাক টু ব্যাক জয়কে দলের জন্য ভারসাম্যপূর্ণ হিসেবেই দেখছেন রাহি, ‘চিটাগংয়ে আমরা শেষ দুটি ম্যাচে হেরেছি। ঢাকায় এসে দুটি ম্যাচ জেতায় ভারসাম্য হয়েছে এবং এর ফলে আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছি। ’

৩০ নভেম্বর নিজেদের দশম ম্যাচে রংপুর রাইডার্সকে মোকাবেলা করবে ঢাকা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।