ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ তিন ম্যাচই বরিশালের জন্য ‘ফাইনাল’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
শেষ তিন ম্যাচই বরিশালের জন্য ‘ফাইনাল’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে বরিশাল বুলসের শুরুটা হয়েছিল হার দিয়ে। যদিও পরের তিন ম্যাচ জিতে একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছিল মুশফিকুর রহিমের দল। কিন্তু চট্টগ্রাম পর্ব থেকে শুরু হয় তাদের জয় খরা। 

মিরপুর থেকে: বিপিএলে বরিশাল বুলসের শুরুটা হয়েছিল হার দিয়ে। যদিও পরের তিন ম্যাচ জিতে একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছিল মুশফিকুর রহিমের দল।

কিন্তু চট্টগ্রাম পর্ব থেকে শুরু হয় তাদের জয় খরা।  

সেখানে টানা তিন ম্যাচ হেরে ঢাকায় ফিরে আরও দুই হার সঙ্গী হয়েছে দলটির। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ডায়নামাইটসের কাছে ৪ উইকেটে হেরে টানা পাঁচ ম্যাচ হারের লজ্জা পেল দলটি।  

৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। শেষ চারে (প্লে’অফ) যেতে হলে শেষ তিনটি ম্যাচই জিততে হবে বরিশালকে। ছন্দ হারানো দলটির জন্য যা কঠিন চ্যালেঞ্জ।

বরিশালের হয়ে খেলতে আসা ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান শেষ তিনটি ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবেই অ্যাখ্যায়িত করলেন, ‘আমাদের শেষ তিনটা ম্যাচে জিততেই হবে। পরের ম্যাচটা আমাদের জন্য ফাইনাল। এভাবে প্রত্যেকটা ম্যাচই ফাইনাল মনে করতে হবে। একটা ম্যাচ হারলেই আমরা ছিটকে পড়বো। ’ 

টানা পাঁচ ম্যাচে হারের পেছনে চট্টগ্রামের ভিন্ন কন্ডিশন ও টিম হয়ে খেলতে না পারাকে দায়ী করলেন মালান, ‘আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছি। চিটাগংয়ে ভিন্ন উইকেট ছিল। আমরা আসলে মানিয়ে নিতে পারিনি। একই সঙ্গে টিমমেটরাও এক হয়ে খেলতে পারছি না। তবে, আমাদের ফর্মুলা একই রকম থাকছে। আমাদের স্কোয়াড আত্মবিশ্বাসী কিন্তু টিম হয়ে খেলতে না পারায় কোনোদিন ব্যাটিং হচ্ছে না, তো কোনোদিন বোলিং হচ্ছে না। শেষ তিন ম্যাচে যদি ভালো করতে চাই আমাদের একটা দল হয়ে খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।