ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিথ্যা অপপ্রচারে রংপুর রাইডার্সের প্রতিবাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
মিথ্যা অপপ্রচারে রংপুর রাইডার্সের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শিরোপা প্রত্যাশী দল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠের খেলায় শক্তির প্রমাণ দিয়ে আসছে দলটি। কিন্তু মাঠের বাইরে দলটির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। 

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শিরোপা প্রত্যাশী দল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠের খেলায় শক্তির প্রমাণ দিয়ে আসছে দলটি।

কিন্তু মাঠের বাইরে দলটির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।  

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগের কথা জানায় রংপুর। কর্তৃপক্ষের মতে, রংপুরের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে একটি অসাধু মহল। আর তাদের হয়ে কাজ করছে একটি মহল ও দল থেকে বহিষ্কৃত ক্রিকেটার জুপিটার ঘোষ।

রংপুরের ম্যানেজমেন্ট মনে করে, দলের শৃঙ্খলা রংপুরের মূল ভিত্তি। যার জন্যই রংপুর রাইডার্স এত ভালো করছে। জুপিটার ঘোষের মধ্যে শৃঙ্খলার যথেষ্ট অভাব ছিল। দলের শৃঙ্খলা ঠিক রাখার জন্য জুপিটারকে দল থেকে ছাটাই করেছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। আর তাই সে এবার ম্যাচ ফিক্সিং এর সাথে রংপুরকে জড়ানোর চেষ্টা করছে।  

একই সঙ্গে ম্যাচ ফিক্সিং এর অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।  

উল্লেখ্য, ক্রিকেটার জুপিটার ঘোষ দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রংপুরের ম্যানেজার সানোয়ার হোসেন নাকি তাকে বিপিএলে অনৈতিক কাজ করার প্র্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রস্তাবে রাজী হননি তিনি। অনৈতিক প্রস্তাব নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলতে পারেননি জুপিটার।

সানোয়ার হোসেন অবশ্য এমন অভিযোগকে মিথ্যা অপপ্রচার হিসেবে উল্লেখ করেন। জুপিটারকে নিয়ম ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।  

তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।