ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৮৪ বছরের রেকর্ডের মালিক অশ্বিন-জাদেজা-যাদব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
৮৪ বছরের রেকর্ডের মালিক অশ্বিন-জাদেজা-যাদব অশ্বিন-জাদেজা-যাদব-ছবি:সংগৃহীত

প্রায় ৮৪ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে ভারত। তবে এমন রেকর্ড আগে কখনো দেখেনি দেশটি। এবার তেমন কিছুই করে দেখালেন দলটির তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। তবে বোলিংয়ে নয়, তাদের রেকর্ড হয়েছে ব্যাটসম্যান হিসেবে।

ঢাকা: প্রায় ৮৪ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে ভারত। তবে এমন রেকর্ড আগে কখনো দেখেনি দেশটি।

এবার তেমন কিছুই করে দেখালেন দলটির তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। তবে বোলিংয়ে নয়, তাদের রেকর্ড হয়েছে ব্যাটসম্যান হিসেবে।

ইংল্যান্ডের বিপক্ষে মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে হাফসেঞ্চুরি করেন অশ্বিন, জাদেজা ও যাদব। তাদের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৩৪ রানের কার্যকরী লিড পায় ভারত। যেখানে স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৪১৭ রান।

তারা ব্যাটিংয়ে যথাক্রমে ৭, ৮ ও ৯ নম্বরে নামেন। আর এই পজিশনে একই সঙ্গে হাফসেঞ্চুরির দৃষ্টান্ত এর আগে ভারতীয় ক্রিকেটে কখনো হয়নি। অলরাউন্ডার হিসেবে খেলা অশ্বিন ৭ নম্বরে নেমে করেন ৭২ রান। ১০ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বঞ্চিত হন জাদেজা (৯০)। আর ৫৫ রান আসে যাদবের ব্যাট থেকে।

স্পিন বোলিং দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর দাপট দেখানো এ ত্রয়ী ব্যাটিংয়ে নিজ দেশের হয়ে দুর্দান্ত এক নজিরই গড়লেন। তবে বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটে এমন কীর্তি আরও ছয়বার দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।