ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কপিল দেবের পাশে অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কপিল দেবের পাশে অশ্বিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

টেস্টে ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক বছরে পাঁচশ’ রান ও পঞ্চাশ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সব মিলিয়ে এমন কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতীয় স্পিন সেনসেশন।

ঢাকা: টেস্টে ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক বছরে পাঁচশ’ রান ও পঞ্চাশ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সব মিলিয়ে এমন কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতীয় স্পিন সেনসেশন।

পঞ্চাশ উইকেট নিয়েছেন আগেই।  মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে রানের মাইলফলক ছুঁয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ত্রিশ বছর বয়সী এ অফস্পিন অলরাউন্ডার।  নাম লেখান স্বদেশী কিংবদন্তি কপিল দেবের পাশে।

চলতি বছর দশম টেস্টে এসে এমন নজির গড়লেন টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার। মোহালি টেস্টের আগে ৯ ম্যাচে তার রান সংগ্রহ ছিল ৪৭৩। উইকেট ৫৫টি। ২৭ রান করতেই রেকর্ড-বুকে ঢুকে পড়েন। প্রথম ইনিংসে সাত নম্বরে নেমে ৭২ রানের ইনিংস উপহার দেন অশ্বিন।

আরও পড়ুন... ৮৪ বছরের রেকর্ডের মালিক অশ্বিন-জাদেজা-যাদব

এ তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান পেস তারকা মিচেল জনসন। ২০০৯ সালে তিনি ১৩ ম্যাচে ৫০০ রান ও বল হাতে ৬৩ উইকেট নিয়েছিলেন। ১৪ ম্যাচে ৬৭২ রান ও ৫৪ উইকেট নিয়ে এর পরেই রয়েছেন নিউজিল্যান্ড আইকন ড্যানিয়েল ভেট্টোরি।

অশ্বিন ছাড়াও ভারতের হয়ে এমন দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন ৮৩’র বিশ্বকাপ জয়ী কপিল দেব। একবার নয়, দু’বার (১৯৭৯ ও ১৯৮৩) তিনি এক বছরে পাঁচশ’ রানের পাশাপাশি পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। তবে ম্যাচ খেলতে হয়েছিল যথাক্রমে ১৭ ও ১৮টি।

সেদিক থেকে কপিলের চেয়ে বেশ এগিয়েই রইলেন টিম ইন্ডিয়ার ‘বোলিং স্তম্ভ’ অশ্বিন। যেভাবে ছুটছেন ২০১৭ সালেও এমন রেকর্ড স্পর্শ করলে অবাক হওয়ার কিছু থাকবে না!

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।