ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোহালিতে স্বস্তিতে নেই ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মোহালিতে স্বস্তিতে নেই ইংলিশরা ছবি: সংগৃহীত

মোহালিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারত আর সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৫৬ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

ঢাকা: মোহালিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারত আর সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৫৬ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নেমে ভারত সব উইকেট হারিয়ে ৪১৭ রান তোলে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৮ রান।

ইংলিশদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া, ওপেনার অ্যালিস্টার কুক ২৭, হাসিব হামিদ ৯, জো রুট ১৫, মঈন আলি ১৬, বেন স্টোকস ২৯, জস বাটলার ৪৩ আর ক্রিস উকস করেন ২৫ রান। ভারতের হয়ে তিনটি উইকেট দখল করেন মোহাম্মদ সামি। দুটি করে উইকেট তুলে নেন উমেস যাদব, জয়ন্ত যাদব এবং রবীন্দ্র জাদেজা।

ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেন মুরালি বিজয় আর পার্থিব প্যাটেল। দীর্ঘ দিন পর টেস্ট দলে জায়গা করে প্যাটেল খেলেন ৪২ রানের ইনিংস। আরেক ওপেনার বিজয়ের ব্যাট থেকে আসে ১২ রান। তিন নম্বরে নামা চেতস্বর পুজারা করেন ৫১ রান। ভারতের দলপতি বিরাট কোহলি ৬২ রান করে বিদায় নেন। মাঝে আজিঙ্কা রাহানে ০ এবং করুন নায়ার ৪ রান করে বিদায় নিলেও আগের দিনের অপরাজিত রবীচন্দ্রন অশ্বিন করেন ৭২ রান। আরেক অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৯০ রান। আর জয়ন্ত যাদবের ব্যাট থেকে আসে ৫৫ রান। ভারতের টেস্ট ইতিহাসে সপ্তম, অষ্টম আর নবম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক হাঁকিয়ে এই তিন ভারতীয় রেকর্ড গড়েন।

ইংলিশদের হয়ে পাঁচটি উইকেট দখল করেন বেন স্টোকস। আদিল রশিদ পান আরও চারটি উইকেট।

পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ২৭ রানের মাথায় ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক বিদায় নেন। ব্যক্তিগত ১২ রান করেন তিনি। তিন নম্বরে নামা মঈন আলী ৫ রানে বিদায় নেন। জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৫ রান। দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ৫ রান করে সাজঘরে ফেরেন বেন স্টোকস।

তৃতীয় দিন শেষে উইকেটে অপরাজিত জো রুট ৩৬ রান নিয়ে আর গ্যারেথ ব্যাটি (০) নতুন করে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।