আট উইকেট হাতে রেখে ১০ ওভার খেলেই সহজ লক্ষ্যটা টপকে যায় সফরকারীরা। সিরিজ শেষ হয় ৪-১ ব্যবধানে।
মামুলি টার্গেটে লিজেলে লি ৩৭ রানের (১৯ বল) ঝড়ো ইনিংস খেলেন। আরেক ওপেনার আন্দ্রে স্টেইন ৯ রান করে আউট হন। মিগনন ডু প্রিজ ৯ ও ক্লোয়ে ট্রায়ন ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উইকেট দু’টি নেন রুমানা আহমেদ ও সালমা খাতুন।
এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রুমানা। প্রোটিয়াদের বোলিং তোপে ৩৬.৩ ওভারে মাত্র ৬৮ রানে সবকটি উইকেটের পতন ঘটে। সর্বোচ্চ ১৩ রান আসে ওপেনার শারমিন সুলতানার ব্যাট থেকে। নিগার সুলতানা করেন ১০। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
১০ ওভারে ১০ রান খরচায় একাই চারটি উইকেট দখল করেন ম্যাচ সেরা ওডাইন কারস্টেন। মার্সিয়া লেতসোলো ৩টি, ইয়োলানি ফাউরি দু’টি ও বাকি উইকেটটি নেন ড্যান ফন নাইকার্ক।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরএম