ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তথ্যপ্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
তথ্যপ্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানি গ্রেফতার আরাফাত সানি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) ভোরে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, তথ্যপ্রযুক্তি আইনে এক তরুণীর মামলার পরিপ্রেক্ষিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৭
এইচএল/আরএটি/এমএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।