ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে। তবে নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব।
এদিকে অলরাউন্ডার ভূমিকাতেও দারুণ করেছেন সাকিব। ক্যারিয়ারে যোগ করেছেন সর্বোচ্চ রেটিং পয়েন্ট। তবে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় স্থানেই থাকতে হয়েছে। ক্রাইস্টচার্চ টেস্টের আগে সাকিবের পয়েন্ট ছিল ৪৩৬। তবে এ ম্যাচের পর হয়েছে ৪৪৩। অশ্বিনের পয়েন্ট ৪৮২।
বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৫০তম হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ১৪ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে জায়াগা করে নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টম লাথাম পাঁচ ধাপ এগিয়ে ২৫ ও হেনরি নিকোলস ১৬ ধাপ এগিয়ে ৬০তম হয়েছেন।
বোলিংয়ে স্পিনার ইশ সোধির এক ধাপ উন্নতি হয়ে ৫৭তম স্থানে জায়গা হয়েছে। র্যাঙ্কিংয়ে অন্য সবাই অপরিবর্তিত রয়েছেন।
আইসিসি সেরা টেস্ট ১০ ব্যাটিং র্যাঙ্কিং:
* স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
* বিরাট কোহলি (ভারত)
* জো রুট (ইংল্যান্ড)
* কেন উইলিয়ামস (নিউজিল্যান্ড)
* ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
* হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
* আজহার আলী (পাকিস্তান)
* ইউনিস খান (পাকিস্তান)
* কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
* এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
আইসিসি সেরা টেস্ট ১০ বোলিং র্যাঙ্কিং:
* রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
* রবিন্দ্র জাদেজা (ভারত)
* জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
* রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
* কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
* ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
* জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
* স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
* ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)
* মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
আইসিসি সেরা টেস্ট ৫ অলরাউন্ডার র্যাঙ্কিং:
* রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
* সাকিব আল হাসান (বাংলাদেশ)
* রবিন্দ্র জাদেজা (ভারত)
* বেন স্টোকস (ইংল্যান্ড)
* মঈন আলী (ইংল্যান্ড)
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস